হিতোপ 17:7 - বাংলা সমকালীন সংস্করণ7 বাক্পটু ঠোঁট যদি মূর্খের পক্ষে অনুপযোগী— তবে একজন শাসকের পক্ষে মিথ্যাবাদী ঠোঁট কতই না বেশি মন্দ! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 বাক্পটু ঠোঁট মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ শাসনকর্তার জন্য আরও অনুপযুক্ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সম্ভ্রান্ত লোকের মুখে যেমন মিথ্যা কথা শোভা পায় না, মূর্খদের মুখেও তেমনি সুললিত ভাষণ সাজে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 বাক্পটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত, মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের আরও অনুপযুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 বোকাদের বেশী কথা বলা অনুচিত, ঠিক তেমনি কোন শাসকেরও মিথ্যাচার করা উচিৎ নয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সুস্পষ্ট বক্তব্য নির্বোধদের জন্য উপযুক্ত নয়। অধ্যায় দেখুন |