হিতোপ 17:22 - বাংলা সমকালীন সংস্করণ22 আনন্দিত হৃদয় ভালো ওষুধ, কিন্তু ভগ্নচূর্ণ আত্মা অস্থি শুকনো করে দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 আনন্দিত হৃদয় দেহের স্বাস্থ্যজনক; কিন্তু ভগ্ন রূহ্ অস্থি শুকিয়ে ফেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 উৎফুল্ল হৃদয় স্বাস্থ্যকর ওষুধের মত, বিষণ্ণ চিত্ত শরীর ক্ষয়করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক; কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আনন্দ হল একটি ভালো ওষুধের মত। কিন্তু দুঃখ হল অসুস্থতার মত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 আনন্দিত হৃদয় হল ভালো ওষুধ; কিন্তু ভগ্ন আত্মা হাড় শুকনো করে। অধ্যায় দেখুন |