হিতোপ 12:9 - বাংলা সমকালীন সংস্করণ9 কেউকেটা হওয়ার ভান করে নিরন্ন হয়ে থাকার চেয়ে বরং নগণ্য মানুষ হয়ে দাস রাখা ভালো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 যাকে তুচ্ছ করা হয়, তবুও যদি সে গোলাম রাখে, সে খাদ্যহীন গর্বিতমনা থেকে উৎকৃষ্ট। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 একজন সাধারণ অথচ স্বাবলম্বী লোক চালচুলোহীন চালবাজের চেয়ে ভাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 যে তুচ্ছীকৃত, তথাপি দাস রাখে, সে খাদ্যহীন আত্মশ্লাঘী হইতে উৎকৃষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 খাবার সংস্থান নেই অথচ ধনী হবার ভান করবার চেয়ে বরং একজন ভৃত্যের মালিক হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 যে তুচ্ছীকৃত, তথাপি দাস রাখে, সে খাদ্যহীন অহঙ্কারীর থেকে ভালো। অধ্যায় দেখুন |