হবক্ 3:10 - বাংলা সমকালীন সংস্করণ10 পর্বতমালা তোমাকে দেখল ও ভয়ে কাঁপল। প্রচণ্ড জলরাশি প্রবাহিত হল; গভীর সমুদ্র গর্জে উঠল আর নিজের ঢেউ উত্তোলন করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পর্বতমালা তোমাকে দেখে কেঁপে উঠলো, প্রচণ্ড জলরাশি বয়ে গেল, গহ্বর তার আওয়াজ উঁচুতে তুললো, তার ঢেউগুলো উপরে তুলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পর্ব্বতগণ তোমাকে দেখিয়া কাঁপিয়া উঠিল, প্রচণ্ড জলরাশি বহিয়া গেল, বারিধি আপন রব উদীর্ণ করিল, আপন হস্তদ্বয় উচ্চে উঠাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 পাহাড়গুলো আপনাকে দেখেছিল এবং কেঁপে উঠেছিল। জল জমির ওপর দিয়ে বয়ে গিয়েছিল। সমুদ্রের জল গর্জন করেছিল যেন সে জমির ওপর তার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 পাহাড় পর্বত তোমাকে দেখে কেঁপে উঠল, প্রচণ্ড জলরাশি বয়ে গেল, গভীর জল গর্জন করে উঠল, আর তার ঢেউগুলো উপরে তুলল। অধ্যায় দেখুন |