হবক্ 1:14 - বাংলা সমকালীন সংস্করণ14 তুমি মানুষদের সমুদ্রের মাছের মতো করেছ, সামুদ্রিক জীবের মতো যাদের কোনও শাসক নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 মানুষদেরকে সমুদ্রের মাছের মত কিংবা শাসকবিহীন কীটের মত কেন কর? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কেন তুমি তোমার প্রজাদের সমুদ্রের মাছের মত, অসহায় কীট-পতঙ্গের মত রক্ষকহীন করেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 মনুষ্যদিগকে সমুদ্রের মৎস্য তুল্য কিম্বা অস্বামিক কীট তুল্য কেন কর? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আপনি মানুষকে যেন সমুদ্রের মধ্যে মাছের মত তৈরী করেছেন। তারা যেন নেতাবিহীন ছোট ছোট সামুদ্রিক জীব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তুমি মানুষকে সমুদ্রের মাছের মত করে, সামুদ্রিক প্রাণীর মত করে বানাও, যাদের উপর কোন শাসক নেই। অধ্যায় দেখুন |