Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হবক্‌ 1:1 - বাংলা সমকালীন সংস্করণ

1 হবক্‌কূক ভাববাদী যিনি ভাববাণী পেয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হাবাক্কুক নবীর দৈববাণী; তিনি এই দর্শন পান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 দিব্যদর্শনে প্রবক্তা নবী হবক্‌কুকের কাছে প্রভু পরমেশ্বরের এই বাণী প্রকাশিত হয়:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হবক্‌কূক ভাববাদীর ভারবাণী; তিনি এই দর্শন পান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এই বার্তাটি ভাববাদী হবক‌্কূককে দেওয়া হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 হবককূক ভাববাদীর ভাববাণী, তিনি এই দর্শন পেয়ে ছিলেন।

অধ্যায় দেখুন কপি




হবক্‌ 1:1
5 ক্রস রেফারেন্স  

নীনবী সংক্রান্ত এক ভবিষ্যদ্‌বাণী। ইল্‌কোশীয় নহূমের দর্শন সম্বলিত পুস্তক।


দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী: তোমাদের এখন সমস্যাটা কী যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?


ব্যাবিলনের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, যা আমোষের পুত্র যিশাইয় এক দর্শনের মাধ্যমে জানতে পান:


“মনে করো, কোনো প্রজা বা ভাববাদীদের বা যাজকদের মধ্যে কোনো একজন তোমাকে জিজ্ঞাসা করে, ‘সদাপ্রভু কোনও ভাববাণী দিয়ে এখন তোমাকে ভারগ্রস্ত করেছেন?’ তাহলে তাদের বোলো, ‘তোমরাই হলে সেই ভার। সদাপ্রভু বলেছেন, তিনি তোমাদের পরিত্যাগ করবেন।’


একটি ভাববাণী: ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর বাক্য যা মালাখির মাধ্যমে দেওয়া হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন