হগয় ভাববাদীর পুস্তক 2:16 - বাংলা সমকালীন সংস্করণ16 কেউ যখন কুড়ি কাঠা শস্যরাশির কাছে আসত, তখন শুধুমাত্র দশ কাঠা পেত। কেউ যখন দ্রাক্ষারসের ভাঁটি থেকে পঞ্চাশ পাত্র দ্রাক্ষারস নেওয়ার জন্য যেত, তখন শুধুমাত্র কুড়ি পাত্রই থাকত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 সেই সকল দিনে তোমাদের মধ্যে কেউ বিশ কাঠা শস্যরাশির কাছে আসলে কেবল দশ কাঠা পেত এবং আঙ্গুরের কুণ্ড থেকে পঞ্চাশ পাত্র পরিমাণ আঙ্গুর-রস নিতে আসলে কেবল বিশ পাত্র পেত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তখন তোমাদের অবস্থা কি ছিল? তখন কেউ বিশ ধামা শস্য আছে মনে করে কোন শস্য স্তূপের কাছে গেলে সেখানে সে পেত মাত্র দশ ধামা। কেউ পঞ্চাশ কলসী দ্রাক্ষারস পাবার আশা করে কোন দ্রাক্ষাকুঞ্জের কাছে গেলে পেত মাত্র কুড়ি কলসী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 সেই সকল দিনে তোমাদের মধ্যে কেহ বিংশতি কাঠা শস্যরাশির নিকটে আসিলে কেবল দশ কাঠা হইত, এবং দ্রাক্ষাকুণ্ড হইতে পঞ্চাশ পূরা পরিমাণ দ্রাক্ষারস লইতে আসিলে কেবল বিংশতি পূরা হইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তখন তোমাদের কেমন অবস্থা ছিল? যখন একজন লোক 20 কাঠা পরিমাণের জন্য শস্যের স্তুপের কাছে এসেছিল তখন সে শুধু 10 কাঠা পেতে সমর্থ হয়েছিল। যখন একটি লোক 50 বোয়েম দ্রাক্ষারসের জন্য দ্রাক্ষারসের জালার কাছে এসেছিল, সেখানে ছিল শুধু 20 বোয়েম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 সেই সব দিনের তোমাদের মধ্যে কেউ কুড়ি পরিমাণ শস্যরাশির কাছে এলে কেবল দশ পরিমাণ হত এবং দ্রাক্ষাকুন্ড থেকে পঞ্চাশ পরিমাণ দ্রাক্ষারস নিতে এলে কেবল কুড়ি পরিমাণ হত৷ অধ্যায় দেখুন |