সফনিয় 2:5 - বাংলা সমকালীন সংস্করণ5 ধিক্ তোমাদের হে করেথীয়বাসীরা, যারা সমুদ্রের ধারে বসবাস করো; ফিলিস্তিনীদের দেশ কনান, তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর বাণী। তিনি বলেন, “আমি তোমাদের নষ্ট করব, কেউই রেহাই পাবে না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 ধিক্ সমুদ্রের উপকূল-নিবাসীদেরকে, করেথীয়দের জাতিকে! হে কেনান, ফিলিস্তিনীদের দেশ, মাবুদের কালাম তোমাদের বিপক্ষ; আমি তোমাকে এমনভাবে ধ্বংস করবো যে, তোমাতে আর কেউ বসতি করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সাগরোপকুলবাসী হে ফিলিস্তিনী জাতি তোমাদের ধ্বংস অনিবার্য! তোমাদের বিরুদ্ধে পরমেশ্বরের দণ্ডাদেশ ঘোষিত হয়েছে–তোমরা ধ্বংস হবে, তোমাদের মধ্যে কেউ রক্ষা পাবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 ধিক্ সমুদ্রের উপকূল-নিবাসিগণকে, করেথীয়গণের জাতিকে! হে কনান, পলেষ্টীয়দের দেশ, সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ; আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে, তোমাতে আর কেহ বসতি করিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সমুদ্রের নিকট বসবাসকারী পলেষ্টীয়দের জন্য প্রভুর এই বার্তা। কনান, পলেষ্টীয়দের দেশ, ধ্বংস করা হবে। কোন লোক সেখানে বাস করবে না! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 হে করেথীয় লোকেরা, তোমরা যারা সমুদ্রের ধারে বাস কর, ধিক তোমাদের! হে পলেষ্টীয়দের দেশ কনান, সদাপ্রভু তোমার বিরুদ্ধে বলেছেন, “যতক্ষণ না সমস্ত মানুষ শেষ হয়ে যায়, আমি তোমাকে ধ্বংস করব৷” অধ্যায় দেখুন |