সখরিয় 9:4 - বাংলা সমকালীন সংস্করণ4 কিন্তু প্রভু তার সবকিছু দূর করে দেবেন আর তার সমুদ্রের শক্তিকে ধ্বংস করবেন, এবং আগুন তাকে গ্রাস করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 দেখ, প্রভু তাকে অধিকারচ্যুত করবেন ও সমুদ্রগর্ভে তার সম্পদ নিক্ষেপ করবেন এবং সে আগুনে পুড়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কিন্তু দেখ, প্রভু তাকে বিত্তহীন করবেন, সমুদ্রগর্ভে নিক্ষেপ করবেন তার সম্পদ এবং গ্রাস করবেন তাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 দেখ, প্রভু তাহাকে অধিকারচ্যুত করিবেন, ও সমুদ্রে তাহার বলে আঘাত করিবেন, এবং সে অগ্নিভক্ষিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু প্রভু, আমাদের সদাপ্রভু তার সবটাই নিয়ে নেবেন। তিনি তার শক্তিশালী নৌবহর ধ্বংস করবেন এবং শহরটিকে আগুন দ্বারা ধ্বংস করবেন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 দেখ! প্রভু তাকে অধিকারচ্যুত করবেন এবং সমুদ্রের উপরে তার শক্তিকে ধ্বংস করবেন তার সব কিছু দূর করে দেবেন; তার ধন-সম্পদ তিনি সমুদ্রে ফেলে দেবেন আর আগুন তাকে পুড়িয়ে ফেলবে। অধ্যায় দেখুন |