সখরিয় 9:3 - বাংলা সমকালীন সংস্করণ3 সোর তার জন্য একটি দৃঢ় দুর্গ তৈরি করেছে; সে ধুলোর মতো রুপোর স্তূপ করেছে, এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 টায়ার নিজের জন্য দৃঢ় দুর্গ নির্মাণ করেছে এবং ধুলার মত রূপা ও পথের কাদার মত উত্তম সোনা সঞ্চয় করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 টায়ার আত্মরক্ষার জন্য সুদৃঢ় দুর্গ নির্মাণ করেছে, সে রাশিরাশি রূপো এবং তাল তাল সোনা সঞ্চয় করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 সোর আপনার জন্য দৃঢ় দুর্গ নির্ম্মাণ করিয়াছে, এবং ধূলার ন্যায় রৌপ্য ও পথের কদ্দমের ন্যায় উত্তম স্বর্ণ সঞ্চয় করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 সোরকে একটি দুর্গের মত করে নির্মাণ করা হয়েছিল। সেখানকার লোকেরা এত রূপো সংগ্রহ করেছে যে তা ধূলোর মত অগণিত এবং সোনা ও মাটির মত সাধারণ হয়ে পড়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 সোর নিজের জন্য একটা দুর্গ তৈরী করেছে এবং ধূলোর মত রূপা ও রাস্তার কাদার মত সোনা জড়ো করেছে। অধ্যায় দেখুন |