সখরিয় 4:3 - বাংলা সমকালীন সংস্করণ3 এছাড়াও তার পাশে দুটি জলপাই গাছ আছে, একটি পাত্রের ডানদিকে আর অন্যটি তার বাঁদিকে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তার কাছে দু’টি জলপাই গাছ, একটি তেলের আধারের ডানে ও একটি তার বামে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 বাতিদানের দুপাশে রয়েছে দুটি জলপাই গাছ, একটা বাঁ দিকে, একটা ডান দিকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 একটী তৈলাধারের দক্ষিণে ও একটী তাহার বামে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 পাত্রটির পাশে দুটি অলিভ গাছ, একটি ডান দিকে, অপরটি বাম দিকে। এই গাছেরা বাতির জন্য তেল উৎপন্ন করে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তার কাছে আছে দুইটি জিতবৃক্ষ, ডানদিকে একটা ও বাঁদিকে আর একটা।” অধ্যায় দেখুন |