সখরিয় 4:11 - বাংলা সমকালীন সংস্করণ11 তখন আমি স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, “বাতিদানের ডানদিকে ও বামদিকে এই জলপাই গাছগুলি কী?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, প্রদীপ-আসনটির ডানে ও বামে দুই দিকে অবস্থিত এই দু’টি জলপাই গাছের তাৎপর্য কি? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 আমি জিজ্ঞাসা করলাম, বাতিদানের ডানে ও বাঁয়ে ঐ জলপাই গাছ দুটির অর্থ কি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, দীপবৃক্ষটীর দক্ষিণে ও বামে দুই দিকে স্থিত ঐ দুই জিতবৃক্ষের তাৎপর্য্য কি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তখন আমি (সখরিয়) তাঁকে জিজ্ঞেস করলাম, “বাতিদানের ডান ও বাম দিকের জলপাই গাছগুলি কি বোঝায়?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তখন আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, “ঐ বাতিদানের ডানদিকে ও বাঁদিকে যে দুইটি জিতবৃক্ষ আছে সেগুলো কি?” অধ্যায় দেখুন |