সখরিয় 3:10 - বাংলা সমকালীন সংস্করণ10 “সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, ‘সেদিনে তোমরা প্রত্যেকে নিজের প্রতিবেশীকে তোমাদের দ্রাক্ষালতার তলায় ও ডুমুর গাছের তলায় বসবার জন্য নিমন্ত্রণ করবে।’ ” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 বাহিনীগণের মাবুদ বলেন, সেদিন তোমরা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীকে আঙ্গুরলতা ও ডুমুর গাছের তলে দাওয়াত করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 সর্বাধিপতি প্রভু বলেন, সেদিন তোমরা প্রত্যেকে ডুমুর গাছ আর দ্রাক্ষাকুঞ্জে ঘেরা আপন ঘরে নিশ্চিন্ত আনন্দে প্রতিবেশীদের ডেকে আনবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 বাহিনীগণের সদাপ্রভু বলেন, সেই দিন তোমরা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে দ্রাক্ষালতার তলে ও ডুমুরবৃক্ষের তলে নিমন্ত্রণ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 সর্বশক্তিমান প্রভু বলেন, “সেই সময় লোকরা তাদের বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে একত্রে বসবে। তারা একে অপরকে ডুমুর গাছ ও দ্রাক্ষালতার তলায় বসবার জন্য নিমন্ত্রণ জানাবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 বাহিনীদের সদাপ্রভু এই কথা বলেন, সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের প্রতিবেশীকে তোমাদের আঙ্গুর লতা ও ডুমুর গাছের তলায় বসবার জন্য নিমন্ত্রণ করবে। অধ্যায় দেখুন |