সখরিয় 13:1 - বাংলা সমকালীন সংস্করণ1 “সেদিন দাউদ কুলের ও জেরুশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটি ফোয়ারা খোলা হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 সেদিন দাউদ-কূল ও জেরুশালেম-নিবাসীদের জন্য গুনাহ্ ও নাপাকীতা ধোবার জন্য একটি ফোয়ারা খোলা হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সেই দিন দায়ূদ-কুলের ও যিরূশালেমনিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সেইদিন দায়ূদ পরিবারের সদস্যদের জন্য ও জেরুশালেমে বসবাসকারী অন্যান্য লোকেদের জন্য এক নতুন ঝর্ণা খোলা হবে। এই ঝর্ণাটি হবে পাপ ও অশুদ্ধি থেকে শুদ্ধিকরণের নিমিত্ত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 সেই দিন দায়ূদের বংশের ও যিরূশালেমের লোকদের পাপ ও অশুচিতার জন্য, একটা উনুই খোলা হবে। অধ্যায় দেখুন |