লেবীয় পুস্তক 8:4 - বাংলা সমকালীন সংস্করণ4 সদাপ্রভুর আদেশমতো মোশি কাজ করলেন ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে জনমণ্ডলী সমবেত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাতে মূসা মাবুদের হুকুম অনুসারে সমস্ত কাজ করলেন এবং জমায়েত-তাঁবুর দরজার কাছে সমস্ত মণ্ডলী জমায়েত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। সম্মিলন শিবিরের দ্বারদেশে জনতা সমবেত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন; এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে মণ্ডলী সমবেত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভুর আদেশ মতই মোশি সব কাজ করল। লোকরা সমাগম তাঁবুর প্রবেশ মুখে একসঙ্গে দেখা করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তাতে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে সেরকম করলেন এবং সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে মণ্ডলী জড়ো হল। অধ্যায় দেখুন |