লেবীয় পুস্তক 26:8 - বাংলা সমকালীন সংস্করণ8 তোমাদের পাঁচজন একশো জনের পিছনে ধাবমান হবে ও তোমাদের একশো জন 10,000 জনকে তাড়িয়ে নিয়ে যাবে এবং তোমাদের সামনে তোমাদের শত্রুরা তরোয়াল দ্বারা পতিত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর তোমাদের পাঁচ জন তাদের একশত জনকে তাড়িয়ে দেবে, তোমাদের একশত জন দশ হাজার লোককে তাড়িয়ে দেবে এবং তোমাদের দুশমনেরা তোমাদের সম্মুখে তলোয়ারের আঘাতে মারা পড়বে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তোমাদের পাঁচজনই তাদের একশো জনকে তাদের বিতাড়িত করতে পারবে এবং একশো জন দশহাজার লোককে পরাস্ত করবে। তোমরা তোমাদের শত্রুদের যুদ্ধে নিহত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর তোমাদের পাঁচ জন তাহাদের এক শত জনকে তাড়াইয়া দিবে, তোমাদের এক শত জন দশ সহস্র লোককে তাড়াইয়া দিবে, এবং তোমাদের শত্রুগণ তোমাদের সম্মুখে খড়েগ পতিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তোমাদের পাঁচ জন তাদের 100 জনকে ধাওয়া করবে এবং 100 জন ধাওয়া করবে 10,000 জনকে। তোমরা তোমাদের শত্রুদের পরাজিত করবে এবং তোমাদের অস্ত্র দিয়ে তাদের হত্যা করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 আর তোমাদের পাঁচ জন তাদের একশো জনকে তাড়িয়ে দেবে, তোমাদের একশো জন দশ হাজার লোককে তাড়িয়ে দেবে এবং তোমাদের শত্রুরা তোমাদের সামনেই তলোয়ারের সামনে পড়বে অধ্যায় দেখুন |