লেবীয় পুস্তক 25:48 - বাংলা সমকালীন সংস্করণ48 বিক্রীত হওয়ার পরে তার মুক্তিলাভের অধিকার থাকবে; তার কোনো এক আত্মীয় তাকে মুক্ত করতে পারবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 তবে সে বিক্রি হবার পরে মুক্ত হতে পারবে; তার জ্ঞাতির মধ্যে কেউ তাকে মুক্ত করতে পারবে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 তাহলে বিক্রীত হওয়ার পরেও সে মুক্ত করতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 তবে সে বিক্রীত হইবার পরে মুক্ত হইতে পারিবে; তাহার জ্ঞাতির মধ্যে কেহ তাহাকে মুক্ত করিতে পারিবে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল48 সেই লোকটির অধিকার আছে ক্রয়ের মধ্যে দিয়ে ফিরে আসার এবং স্বাধীন হওয়ার। তার ভাইদের কোন একজন তাকে কিনে ফেরত পেতে পারে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 তবে সে বিক্রীত হবার পরে মুক্ত হতে পারবে; তার আত্মীয়ের মধ্যে কেউ তাকে মুক্ত করতে পারবে; অধ্যায় দেখুন |