লেবীয় পুস্তক 20:19 - বাংলা সমকালীন সংস্করণ19 “ ‘তোমার মায়ের অথবা তোমার বাবার বোনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করবে না; কেননা সেই কাজ নিকট আত্মীয়ের প্রতি অসম্মানজনক। এর জন্য তোমরা দুজনই দায়ী থাকবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর তুমি আপন খালার কিংবা ফুফুর ইজ্জত নষ্ট করো না; তা করলে তোমার নিকটবর্তী আত্মীয়ার অসম্মান করা হয়, তারা উভয়েই নিজ নিজ অপরাধ বহন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমরা নিজের পিসীমা বা মাসীমার সঙ্গে অবৈধ সংসর্গ করবে না কারণ তা নিকট আত্মীয়ের সঙ্গে সংসর্গের তুল্য। যদি কেউ তা করে তাহলে তারা উভয়েই নিজ অপরাধের দায় বহন করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর তুমি আপন মাসীর কিম্বা পিসির আবরণীয় অনাবৃত করিও না; তাহা করিলে আপনার নিকটবর্ত্তী কুটুম্বের আবরণীয় অনাবৃত করা হয়, তাহারা উভয়েই আপন আপন অপরাধ বহন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 “তোমাদের মাতার বোন বা তোমাদের পিতার বোনের সঙ্গে অবশ্যই যৌন সম্পর্ক করবে না। সেটা হল গর্হিত আচার। তোমাদের পাপসমূহের জন্য তোমরা অবশ্যই শাস্তি পাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 আর তুমি নিজের মাসীর কিংবা পিসীর আবরণীয় খুলো না; তা করলে নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের আবরণীয় খোলা হয়, তারা উভয়েই নিজের নিজের অপরাধ বহন করবে। অধ্যায় দেখুন |