লেবীয় পুস্তক 14:38 - বাংলা সমকালীন সংস্করণ38 যাজক বাড়ির দরজা দিয়ে বেরিয়ে যাবে এবং তা সাত দিন বন্ধ রাখবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তবে ইমাম ঘরের দরজা থেকে বের হয়ে গিয়ে সাত দিন ঐ ঘরটি বন্ধ করে রাখবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 তাহলে পুরোহিত বাড়ি থেকে বেরিয়ে আসবে এবং সাতদিন ঐ বাড়ীর দরজা বন্ধ করে রাখবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তবে যাজক গৃহ হইতে বাহির হইয়া গৃহদ্বারে গিয়া সাত দিন ঐ গৃহ রুদ্ধ করিয়া রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 তাহলে যাজক অবশ্যই বাড়ীর বাইরে আসবে এবং সাত দিনের জন্য বাড়ীটিতে তালা লাগাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 তবে যাজক গৃহ থেকে বের হয়ে গৃহের দরজায় গিয়ে সাত দিন ঐ গৃহ আবদ্ধ করে রাখবে। অধ্যায় দেখুন |