লূক 9:58 - বাংলা সমকালীন সংস্করণ58 উত্তরে যীশু বললেন, “শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনও স্থান নেই।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস58 ঈসা তাকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আসমানের পাখিগুলোর বাসা আছে, কিন্তু ইবনুল-ইনসানের মাথা রাখার স্থান নেই। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)58 jiʃu tahake bolilen, “khæ̃kʃialer gorto ache, akaʃer pakhirô baʃa ache, ‘monuʃʃo‐puttrer’ kintu matha rakhibarô jayga nai.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)58 যীশু তাকে বললেন, শিয়ালের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে কিন্তু মানবপুত্রের মাথা গোঁজার ঠাঁই নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)58 যীশু তাহাকে কহিলেন, শৃগালদের গর্ত্ত আছে, এবং আকাশের পক্ষিগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল58 যীশু তাকে বললেন, “শেয়ালের গর্ত আছে, আকাশের পাখিদেরও বাসা আছে, কিন্তু মানবপুত্রের কোথাও মাথা রাখার ঠাঁই নেই।” অধ্যায় দেখুন |