লূক 9:44 - বাংলা সমকালীন সংস্করণ44 “আমি তোমাদের যা বলতে চলেছি, তা মন দিয়ে শোনো। মনুষ্যপুত্র মানুষদের হাতে বিশ্বাসঘাতকতার শিকার হতে চলেছেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 আর তিনি যে সমস্ত কাজ করছিলেন, তাতে সকল লোক আশ্চর্য জ্ঞান করলে তিনি তাঁর সাহাবীদেরকে বললেন, তোমরা এসব কথা মনযোগ দিয়ে শোন,; কেননা সমপ্রতি ইবনুল-ইনসানকে মানুষের হাতে ধরিয়ে দেওয়া হবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)44 tini je ʃomosto kaj koriten, tahate ʃokolei aʃcorjo hoitechilo, edike abar tini apon ʃiʃʃodigoke bolilen, “tômrai ei kotha mon dia ʃôno; dækho, ‘monuʃʃo‐puttroke’ manuʃder hate dia dibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 যীশুর সমস্ত কার্যকলাপ দেখে সকলে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। তিনি বললেন, আমার এই কথাগুলি শোন এবং স্মরণে রেখো, মানবপুত্রকে লোকের হাতে ধরিয়ে দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 আর তিনি যে সমস্ত কার্য্য করিতেছিলেন, তাহাতে সকল লোক আশ্চর্য্য জ্ঞান করিলে তিনি আপন শিষ্যগণকে কহিলেন, তোমরা এই সকল বাক্য কর্ণে স্থান দান কর; কেননা সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 “আমি তোমাদের যা বলছি তা মন দিয়ে শোন, শীঘ্রই মানবপুত্রকে মানুষের হাতে সঁপে দেওয়া হবে।” অধ্যায় দেখুন |