লূক 8:52 - বাংলা সমকালীন সংস্করণ52 সেই সময়, সমস্ত লোক মেয়েটির জন্য শোক ও বিলাপ করছিল। যীশু বললেন, “তোমাদের বিলাপ বন্ধ করো। সে মারা যায়নি, ঘুমিয়ে আছে মাত্র।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস52 তখন সকলে তার জন্য কাঁদছিল ও মাতম করছিল। তিনি বললেন, কেঁদো না; সে মারা যায় নি, ঘুমিয়ে রয়েছে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)52 ʃokole kãditechilo ar meyeṭir jonno ha‐hutaʃ koritechilo; jiʃu bolilen, “kãdio na; ô to more nai, ghumaia poṛiache boi to noy.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)52 সকলে মেয়েটির জন্য কাঁদছিল ও শোক প্রকাশ করছিল। তিনি তাদের বললেন, কেঁদ না, ও মারা যায়নি, ঘুমোচ্ছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)52 তখন সকলে তাহার জন্য কাঁদিতেছিল, ও বিলাপ করিতেছিল। তিনি কহিলেন, কাঁদিও না; সে মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল52 সেখানে অনেক লোক মেয়েটির জন্য শোক করছিল ও কাঁদছিল। যীশু তাদের বললেন, “কান্না বন্ধ কর, কারণ ও তো মরে নি, ও ঘুমোচ্ছে।” অধ্যায় দেখুন |