লূক 8:31 - বাংলা সমকালীন সংস্করণ31 তারা তাঁর কাছে বারবার অনুরোধ করতে লাগল, তিনি যেন তাদের রসাতলে না পাঠান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 পরে তারা তাঁকে ফরিয়াদ করতে লাগল, যেন তিনি তাদেরকে অতল গর্তে চলে যেতে হুকুম না দেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)31 bhutera jiʃuke binoti korite lagilo, jæno tini tahadigoke patale jaite aggæ̃ na koren. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তারা তাঁকে অনুনয় করে বলতে লাগল, যেন তাদের রসাতলে যাওয়ার আদেশ না দেওয়া হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 পরে তাহারা তাঁহাকে বিনতি করিতে লাগিল, যেন তিনি তাহাদিগকে রসাতলে চলিয়া যাইতে আজ্ঞা না দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তারা যীশুকে মিনতির সুরে বলল, যেন তিনি তাদের রসাতলে যাওযার হুকুম না করেন। অধ্যায় দেখুন |