লূক 6:8 - বাংলা সমকালীন সংস্করণ8 কিন্তু যীশু তাদের চিন্তার কথা জেনে হাত শুকিয়ে যাওয়া লোকটিকে বললেন, “তুমি সকলের সামনে উঠে দাঁড়াও।” তাই সে সেখানে উঠে দাঁড়াল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 কিন্তু তিনি তাদের চিন্তা জানতেন, আর হাত শুকিয়ে যাওয়া সেই ব্যক্তিকে বললেন, উঠ, মাঝখানে দাঁড়াও। তাতে সে উঠে দাঁড়ালো। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)8 kintu tini, uhara mone mone ki tôlapaṛa koriteche, ṭer paia, je lôkṭir hat ʃukaia giachilo, tahake bolilen, “ôṭho to, majhkhane aʃia dãṛao.” ʃe uṭhia gia dãṛailo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 যীশু তাদের মনের ভাব জানতেন, তাই তিনি লোকটিকে বললেন, উঠে এসে মাঝখানে দাঁড়াও। সে মাঝখানে গিয়ে দাঁড়াল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 কিন্তু তিনি তাহাদের চিন্তা জ্ঞাত ছিলেন, আর সেই শুষ্কহস্ত ব্যক্তিকে কহিলেন, উঠ, মাঝখানে দাঁড়াও। তাহাতে সে উঠিয়া দাঁড়াইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 যীশু তাদের মনের চিন্তা জানতেন, তাই যে লোকটির হাত শুকিয়ে গিয়েছিল তাকে বললেন, “তুমি সকলের সামনে উঠে দাঁড়াও!” তখন সেই লোকটি সকলের সামনে উঠে দাঁড়াল। অধ্যায় দেখুন |
“আর তুমি, বাছা শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে স্বীকৃতি দিয়ো, এবং সর্বান্তঃকরণে নিষ্ঠা সমেত ও ইচ্ছুক এক মন নিয়ে তাঁর সেবা কোরো, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর অনুসন্ধান করলেন ও প্রত্যেকটি বাসনা ও প্রত্যেকটি চিন্তাভাবনা বোঝেন। তুমি যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবেই; কিন্তু যদি তাঁকে ত্যাগ করো, তবে তিনি চিরতরে তোমাকে প্রত্যাখ্যান করবেন।