লূক 6:29 - বাংলা সমকালীন সংস্করণ29 কেউ যদি তোমার এক গালে চড় মারে, অন্য গালও তার দিকে ফিরিয়ে দিয়ো। কেউ যদি তোমার গায়ের চাদর নিয়ে নেয়, তাকে তোমার জামাও নিতে বাধা দিয়ো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 যে তোমার এক গালে চড় মারে, তার দিকে অন্য গালও পেতে দিও; এবং যে তোমার কোর্তা তুলে নেয়, তাকে জামাও নিতে বারণ করো না। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)29 je tômar æk gale coṛ mare, tahake onno galṭi patia dio; ar je tômar côga kaṛia loy, tahake jamakhaniô loite badha dio na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 যে তোমাদের একটি গালে চন মারে, অন্য গালটিও তার দিকে ফিরিয়ে দিও। যে তোমাদের চাদর কেড়ে নেয় তাকে জামাটি নিতেও বাধা দিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 যে তোমার এক গালে চড় মারে, তাহার দিকে অন্য গালও পাতিয়া দিও; এবং যে তোমার চোগা তুলিয়া লয়, তাহাকে আঙ্রাখাটীও লইতে বারণ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 কেউ যদি তোমার একগালে চড় মারে, তার কাছে অপর গালটি বাড়িয়ে দাও। কেউ যদি তোমার চাদর কেড়ে নেয়, তাকে তোমার জামাটিও নিতে দাও। অধ্যায় দেখুন |