লূক 6:19 - বাংলা সমকালীন সংস্করণ19 লোকেরা তাঁকে স্পর্শ করার চেষ্টা করল, কারণ তাঁর ভিতর থেকে শক্তি নির্গত হয়ে সবাইকে রোগমুক্ত করছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর সমস্ত লোক তাঁকে স্পর্শ করতে চেষ্টা করলো, কেননা তাঁর মধ্য থেকে শক্তি বের হয়ে সকলকে সুস্থ করছিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)19 tahate bhiṛer ʃomosto lôk tãhake chũibar ceʃṭa koritechilo, kænona tãhahoite mohaʃokti bahir hoia ʃokolke ʃustho koritechilo. অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর, সমস্ত লোক তাঁহাকে স্পর্শ করিতে চেষ্টা করিল, কেননা তাঁহা হইতে শক্তি নির্গত হইয়া সকলকে সুস্থ করিতেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 সকলেই তাঁকে স্পর্শ করার চেষ্টা করতে লাগল, কারণ তাঁর মধ্য থেকে শক্তি বার হয়ে তাদের আরোগ্য দান করছিল। অধ্যায় দেখুন |