লূক 6:12 - বাংলা সমকালীন সংস্করণ12 সেই সময়, একদিন যীশু প্রার্থনা করার জন্য একটি পাহাড়ের ধারে গেলেন। সেখানে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সারারাত কাটালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 সেই সময়ে তিনি একদিন মুনাজাত করার জন্য বের হয়ে পর্বতে গেলেন, আর আল্লাহ্র কাছে মুনাজাত করতে করতে সমস্ত রাত যাপন করলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)12 ʃei ʃomoy æk din tini bahir hoia iʃʃorer kache prarthona korite pahaṛe gælen; ar ʃara rat iʃʃorer kache prarthona korilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 একদিন যীশু প্রার্থনা করার জন্য পাহাড়ে চলে গেলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় সারারাত কাটালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 সেই সময়ে তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্ব্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 যীশু সেই সময় একবার প্রার্থনা করার জন্য একটি পর্বতে গেলেন। সারা রাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনায় কাটালেন। অধ্যায় দেখুন |