লূক 5:25 - বাংলা সমকালীন সংস্করণ25 লোকটি সঙ্গে সঙ্গে তাদের সামনে উঠে দাঁড়িয়ে, তার খাট তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বাড়ি ফিরে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাতে সে তখনই তাদের সাক্ষাতে উঠলো এবং নিজের বিছানা তুলে নিয়ে আল্লাহ্র গৌরব করতে করতে তার বাড়িতে চলে গেল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)25 tokhoni ʃe tahader ʃakkhæte uṭhia dãṛailo, ar, jahate ʃuiachilo, ʃeiṭa tulia loia, iʃʃorer stob korite korite, baṛi colia gælo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সঙ্গে সঙ্গে সে তাদের সামনে উঠে নিজের বিছানা তুলে নিয়ে ঈশ্বরের মহিমা কীর্তন করতে করতে বাড়ি চলে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহাতে সে তখনই তাহাদের সাক্ষাতে উঠিল, এবং আপন শয্যা তুলিয়া লইয়া ঈশ্বরের গৌরব করিতে করিতে আপন গৃহে চলিয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 আর লোকটি সঙ্গে সঙ্গে তাদের সামনে উঠে দাঁড়াল আর যে খাটিয়ার ওপর সে শুয়েছিল তা তুলে নিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বাড়ি চলে গেল। অধ্যায় দেখুন |