লূক 4:7 - বাংলা সমকালীন সংস্করণ7 তাই, যদি তুমি আমার উপাসনা করো, তাহলে তুমিই এ সবকিছুর অধিকারী হবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 অতএব তুমি যদি আমার সম্মুখে পড়ে সেজ্দা কর, তবে এসবই তোমার হবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)7 kajei, tumi jodi amar ʃamne poṛiya amake pronam koro, e ʃomosto tômari hoibe.” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম কর, তবে এ সকলই তোমার হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এখন তুমি যদি আমার উপাসনা কর তবে এসবই তোমার হবে।” অধ্যায় দেখুন |
সদাপ্রভু এই কথা বলেন, “মিশরের সমস্ত উৎপন্ন দ্রব্য ও কূশের পণ্যসামগ্রী, আর সেই দীর্ঘকায় সবায়িয়েরা, তারা তোমার কাছে আসবে এবং তারা তোমারই হবে; তারা তোমার পিছনে ক্লান্ত পায়ে আসবে, শৃঙ্খলিত অবস্থায় তোমার কাছে আসবে। তারা তোমার সামনে প্রণত হবে এবং এই কথা বলে তোমার কাছে অনুনয় করবে, ‘ঈশ্বর নিশ্চয়ই তোমার সঙ্গে আছেন, তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।’ ”