লূক 4:17 - বাংলা সমকালীন সংস্করণ17 ভাববাদী যিশাইয়ের পুঁথি তাঁর হাতে তুলে দেওয়া হল। পুঁথিটি খুলে তিনি সেই অংশটি দেখতে পেলেন, যেখানে লেখা আছে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তখন ইশাইয়া নবীর কিতাব তাঁর হাতে দেওয়া হল, আর তিনি কিতাবখানি খুলে সেই স্থান পেলেন যেখানে লেখা আছে, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)17 tokhon jiʃaio banibadir pũthi tãhar hate dilo. tini pũthikhani khulia, jekhane ei kothaṭi lekha ache, ʃei jayga pailen: — অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 নবী যিশাইয়ের গ্রন্থ তাঁকে দেওয়া হল। গ্রন্থটি খুলে তিনি একটি জায়গা পেলেন, সেখানে লেখা ছিল: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তখন যিশাইয় ভাববাদীর পুস্তক তাঁহার হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন, যেখানে লেখা আছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তাঁর হাতে ভাববাদী যিশাইয়র লেখা পুস্তকটি দেওয়া হল। তিনি পুস্তকটি খুলে সেই অংশটি পেলেন, যেখানে লেখা আছে: অধ্যায় দেখুন |