লূক 3:11 - বাংলা সমকালীন সংস্করণ11 যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 জবাবে তিনি তাঁদেরকে বললেন, যার দু’টি কোর্তা আছে, সে যার নেই তাকে একটি দিক; আর যার কাছে খাদ্যদ্রব্য আছে, সেও তেমনি করুক। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)11 tini tahadigoke ei bolia uttor dilen, “jahar duiṭi jama ache, ʃe, jahar nai, tahake ekṭi dia diuk; ar, jahar kache khabar ache, ʃeô ʃeimoto koruk.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তিনি তাদের উত্তর দিলেন, যার দুটি পোষাক আছে সে, যার নেই তাকে একটি দিক, এবং যার খাদ্য আচে সেও তেমন করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যাহার দুইটী আঙ্রাখা আছে, সে, যাহার নাই, তাহাকে একটী দিউক; আর যাহার কাছে খাদ্য দ্রব্য আছে, সেও তদ্রূপ করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এর উত্তরে তিনি তাদের বললেন, “যদি কারো দুটো জামা থাকে, তবে যার নেই তাকে যেন তার থেকে একটি জামা দেয়; আর যার খাবার আছে, সেও অন্যের সঙ্গে সেইরকম যেন ভাগ করে নেয়।” অধ্যায় দেখুন |