লূক 24:5 - বাংলা সমকালীন সংস্করণ5 আতঙ্কে মহিলারা মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিন্তু পুরুষ দুজন তাঁদের বললেন, “তোমরা মৃতদের মধ্যে জীবিতের সন্ধান করছ কেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তখন তাঁরা ভয় পেয়ে ভূমির দিকে মুখ নত করলে সেই দুই ব্যক্তি তাঁদেরকে বললেন, মৃতদের মধ্যে জীবিতের খোঁজ কেন করছো? তিনি এখানে নেই, কিন্তু উঠেছেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)5 tahate tahara bhoye joṛoʃoṛo hoia maṭir dike mukh nicu korile, tãhara tahadigoke bolilen, “jiontoke morader moddhe kæno khũjitecho? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তাঁরা ভয় পেয়ে মাটিতে পড়ে তাঁদের বললেন, মৃতদের মধ্যে কেন তোমরা জীবিত লোককে খুঁজে বেড়াচ্ছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তখন তাঁহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাঁহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ভয়ে তাঁরা মুখ নীচু করে নতজানু হয়ে রইলেন। ঐ দুজন তাঁদের বললেন, “যিনি জীবিত, তোমরা তাঁকে মৃতদের মাঝে খুঁজছ কেন? অধ্যায় দেখুন |