লূক 24:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তাঁরা এ বিষয়ে যখন অবাক বিস্ময়ে ভাবছিলেন, তখন বিদ্যুতের মতো উজ্জ্বল পোশাক পরা দুজন পুরুষ হঠাৎ তাঁদের পাশে এসে দাঁড়ালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাঁরা এই বিষয় ভাবছেন, এমন সময়ে দেখ, উজ্জ্বল পোশাক পরা দুই জন পুরুষ তাঁদের কাছে দাঁড়ালেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)4 tahara e ʃob bæpar bhabia cintia kichui ṭhik korite pariteche na, æmon ʃomoy, hoṭhat, cokcoke pôʃak pora dui jon puruʃ tahader kache uposthit hoia dãṛailen; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এতে তাঁরা যখন হতবুদ্ধি হয়ে পড়লেন, সেই সময় হঠাৎ উজ্জ্বল পোষাক পরা দুজন ব্যক্তি তাঁদের পাশে এসে দাঁড়ালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাঁহারা এই বিষয় ভাবিতেছেন, এমন সময়ে, দেখ, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তাঁরা যখন অবাক বিস্ময়ে সেই কথা ভাবছেন, সেই সময় উজ্জ্বল পোশাক পরে দুজন ব্যক্তি হঠাৎ এসে তাঁদের পাশে দাঁড়ালেন। অধ্যায় দেখুন |