লূক 24:28 - বাংলা সমকালীন সংস্করণ28 যে গ্রামে তারা যাচ্ছিলেন, সেখানে উপস্থিত হলে যীশু আরও দূরে এগিয়ে যাওয়ার ভাব দেখালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 পরে তাঁরা যেখানে যাচ্ছিলেন, সেই গ্রামের কাছে উপস্থিত হলেন; আর তিনি আগে যাবার লক্ষণ দেখালেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)28 tar por, tahara je grame jaitechilo, tahar kache poũchilo; ar tini, arô agaia jaiben, æmon bhab dækhailen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 যে গ্রামে তাঁরা যাচ্ছিলেন, সেই গ্রামের কাছে পৌঁছালে তিনি আরও দূরে যাবার ভাব দেখালেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 পরে তাঁহারা যেখানে যাইতেছিলেন, সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন; আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তাঁরা যে গ্রামে যাচ্ছিলেন তার কাছাকাছি এলে পর যীশু আরো দূরে যাবার ভাব দেখালেন। অধ্যায় দেখুন |