লূক 24:24 - বাংলা সমকালীন সংস্করণ24 তারপর আমাদের কয়েকজন সঙ্গী সমাধিস্থলে গিয়ে মহিলারা যেমন বলেছিলেন, ঠিক সেইমতো দেখলেন, কিন্তু তাঁকে তাঁরা দেখতে পাননি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর আমাদের সঙ্গীদের মধ্যে কেউ কেউ কবরের কাছে গিয়ে, সেই স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন, তেমনি দেখতে পেলেন, কিন্তু তাঁকে দেখতে পান নি। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)24 tahate amader ʃoŋgider moddhe keho keho koborer kache gia, ʃei strilôkera jæmon boliachilo, tæmoni dekhiteô pailo; tãhakei kebol dekhite pailo na.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 আমাদের কয়েকজন তাঁর রসমাধিতে গিয়ে তাঁকে দেখতে পায়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেহ কবরের কাছে গিয়া, সেই স্ত্রীলোকেরা যেমন বলিয়াছিলেন, তেমনি দেখিতে পাইলেন, কিন্তু তাঁহাকে দেখিতে পান নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 এরপর আমাদের সঙ্গে যাঁরা ছিলেন তাদের মধ্যে কয়েকজন সেই সমাধির কাছে গিয়েছিলেন; আর তাঁরা দেখলেন স্ত্রীলোকরা যা বলেছেন তা সত্য। তাঁরা যীশুকে সেখানে দেখতে পান নি।” অধ্যায় দেখুন |