লূক 24:20 - বাংলা সমকালীন সংস্করণ20 প্রধান যাজকেরা ও আমাদের সমাজভবনের অধ্যক্ষরা তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার উদ্দেশে সমর্পিত করল এবং তারা তাঁকে ক্রুশবিদ্ধ করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর কিভাবে প্রধান ইমামেরা ও আমাদের নেতৃবর্গরা প্রাণদণ্ড দেবার জন্য তুলে দিলেন ও ক্রুশে হত্যা করালেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)20 ar kæmon koria prodhan purôhitera ar amader matobbor lôkera, bicare jæno tãhar prandonḍo hoy, ʃeijonno tãhake dhoraia dilo, ar tãhake kruʃe dilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 আমাদের পুরোহিতদের নেতৃবৃন্দ এবং সমাজপতিরা মৃত্যুদণ্ডের যোগ্য অভিযোগে তাঁকে ধরিয়ে দিয়েছেন এবং তাঁকে ক্রুশে বিদ্ধ করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর কিরূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণদণ্ডাজ্ঞার জন্য তাঁহাকে সমর্পণ করিলেন, ও ক্রুশে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 কিন্তু আমাদের প্রধান যাজকরা ও নেতারা তাঁকে মৃত্যুদণ্ড দেবার জন্য ধরিয়ে দিল, তারা তাঁকে ক্রুশবিদ্ধ করে মারল। অধ্যায় দেখুন |