লূক 23:30 - বাংলা সমকালীন সংস্করণ30 তখন “ ‘তারা পর্বতসকলের উদ্দেশে বলবে, “আমাদের উপরে পতিত হও!” আর পাহাড়গুলিকে বলবে, “আমাদের ঢেকে ফেলো!” ’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 সেই সময়ে লোকেরা পর্বতমালাকে বলতে আরম্ভ করবে, আমাদের উপরে পড়; এবং উপপর্বতমালাকে বলবে, আমাদেরকে ঢেকে রাখ। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)30 ʃei ʃomoy lôke boṛo boṛo pahaṛke bolite thakibe, ‘amader upor bhaŋia poṛo!’ ar chôṭo chôṭo pahaṛke bolite thakibe, ‘amadigoke ḍhakia rakho!’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তারা তখন পর্বতগুলিকে বলবে, ‘আমাদের উপর এসে পড়’, পাহাড়গুলিকে বলবে, ‘ঢেকে ফেল আমাদের।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 সেই সময়ে লোকেরা পর্ব্বতগণকে বলিতে আরম্ভ করিবে, আমাদের উপরে পড়; এবং উপপর্ব্বতগণকে বলিবে, আমাদিগকে ঢাকিয়া রাখ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 সেই সময় লোকে পর্বতকে বলবে, ‘আমাদের ওপরে পড়!’ তারা ছোট ছোট পাহাড়কে বলবে, ‘আমাদের চাপা দাও!’ অধ্যায় দেখুন |