Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 23:15 - বাংলা সমকালীন সংস্করণ

15 আর হেরোদও কোনো দোষ পাননি, কারণ তিনি তাঁকে আমার কাছে ফেরত পাঠিয়েছেন। তোমরা দেখতেই পাচ্ছ, মৃত্যুদণ্ডের যোগ্য কোনো অপরাধই সে করেনি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর হেরোদও পান নি, কেননা তিনি তাকে আমাদের কাছে ফেরৎ পাঠিয়েছেন; আর দেখ, এই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য কিছুই করে নি।

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

15 ʃudhu ami kæno, herôdô pan nai; tini to ihake amader kache phiria paṭhaia diachen;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 হেরোদও এর কোন দোষ পাননি, তাই একে ফেরৎ পাঠিয়েছেন। দেখ, মৃত্যুদণ্ডের যোগ্য কোন দোষই এ করেনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর হেরোদও পান নাই, কেননা তিনি ইহাকে আমাদের নিকটে ফিরিয়া পাঠাইয়াছেন; আর দেখ, এ ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য কিছুই করে নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 এমন কি রাজা হেরোদও পান নি, তাই তিনি একে আবার আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন। আর দেখ, মৃত্যুদণ্ডের যোগ্য কোন কাজই এ করে নি।

অধ্যায় দেখুন কপি




লূক 23:15
3 ক্রস রেফারেন্স  

এতে শাসকেরা ও রাজ্যপালেরা রাজকার্যে দানিয়েলের ভুল ত্রুটি খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো দোষই খুঁজে পেলেন না কেননা দানিয়েল ছিলেন বিশ্বস্ত; তিনি অসৎ বা অবহেলাকারী ছিলেন না।


কিন্তু হেরোদ বললেন, “আমিই তো যোহনের মাথা কেটেছিলাম, তাহলে কে এই ব্যক্তি, যাঁর সম্পর্কে আমি এত কথা শুনছি?” তিনি যীশুকে দেখার চেষ্টা করতে লাগলেন।


সেই সময়ে শাসনকর্তা হেরোদ যীশুর সম্মন্ধে শুনে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন