লূক 23:12 - বাংলা সমকালীন সংস্করণ12 সেদিন হেরোদ ও পীলাত বন্ধু হয়ে উঠলেন; কারণ এর আগে তাঁরা পরস্পরের শত্রু ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 সেদিন হেরোদ ও পীলাত পরসপর বন্ধু হয়ে উঠলেন, কেননা আগে তাঁদের মধ্যে শত্রুভাব ছিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)12 ʃei dinei herôd ar pilat dui joner moddhe bhab hoilo; age ki na tãhader moddhe borabor birôdh chilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 এই উপলক্ষে সেদিন হেরোদ ও পীলাতের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হল। এর আগে তাঁদের মধ্যে শত্রুতা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 সেই দিন হেরোদ ও পীলাত পরস্পর বন্ধু হইয়া উঠিলেন, কেননা পূর্ব্বে তাঁহাদের মধ্যে শত্রুভাব ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 এর আগে পীলাত ও হেরোদ পরস্পর শত্রু ছিলেন; কিন্তু ঐ দিন তাঁরা পরস্পর আবার বন্ধু হয়ে গেলেন। অধ্যায় দেখুন |