লূক 22:63 - বাংলা সমকালীন সংস্করণ63 যারা যীশুর পাহারায় নিযুক্ত ছিল, তারা তাঁকে বিদ্রুপ ও মারধর করতে লাগল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস63 আর যে লোকেরা ঈসাকে ধরেছিল, তারা তাঁকে বিদ্রূপ ও প্রহার করতে লাগল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)63 jiʃu je lôkder hate chilen, tahara tãhake ṭhaṭṭa korite ar bedom marite lagilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)63 যে লোকগুলি যীশুকে পাহারা দিচ্ছিল তারা তাঁকে উপহাস ও মারধোর করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)63 আর যে লোকেরা যীশুকে ধরিয়াছিল, তাহারা তাঁহাকে বিদ্রূপ ও প্রহার করিতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল63 যারা যীশুকে পাহারা দিচ্ছিল, তারা এই সময় তাঁকে বিদ্রূপ করতে ও মারতে শুরু করল। অধ্যায় দেখুন |
যে ব্যক্তি অবজ্ঞাত ও জাতিসমূহের কাছে ঘৃণাস্পদ, যে শাসকদের দাসানুদাস, তার প্রতি সদাপ্রভু, ইস্রায়েলের মুক্তিদাতা ও সেই পবিত্রতম জন, এই কথা বলেন, “রাজারা তোমাকে দেখে উঠে দাঁড়াবে, সম্ভ্রান্ত মানুষেরা তোমাকে দেখে প্রণত হবে, তা হবে সদাপ্রভুর জন্য, যিনি বিশ্বাসভাজন, তিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তোমাকে মনোনীত করেছেন।”