লূক 22:39 - বাংলা সমকালীন সংস্করণ39 পরে যীশু সেখান থেকে বেরিয়ে তাঁর অভ্যাসমতো জলপাই পর্বতে গেলেন এবং তাঁর শিষ্যেরা তাঁকে অনুসরণ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 পরে তিনি বের হয়ে আপন রীতি অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং সাহাবীরাও তাঁর পিছন পিছন চললেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)39 tar por tini bahir hoia, nijer jæmon obbhæʃ chilo, tæmoni joitun pahaṛe gælen; ʃiʃʃeraô tãhar pichone pichone colilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 যীশু সেখান থেকে বেরিয়ে এসে প্রতিদিনেরর মত অলিভ পাহাড়ের দিকে চলতে লাগলেন। শিষ্যেরাও তাঁকে অনুসরণ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 পরে তিনি বাহির হইয়া আপন রীতি অনুসারে জৈতুন পর্ব্বতে গেলেন, এবং শিষ্যগণও তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39-40 এরপর তিনি তাঁর নিয়ম অনুসারে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। শিষ্যরা তাঁর পেছন পেছনে চললেন। সেই জায়গায় পৌঁছে তিনি তাঁদের বললেন, “প্রার্থনা কর যেন তোমরা প্রলোভনে না পড়।” অধ্যায় দেখুন |