লূক 22:12 - বাংলা সমকালীন সংস্করণ12 সে তোমাদের উপরতলার একটি সুসজ্জিত বড়ো ঘর দেখাবে। সেখানেই সব আয়োজন কোরো।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তাতে সে তোমাদেরকে সাজানো একটি উপরের বড় কুঠরী দেখিয়ে দেবে; সেই স্থানে মেজবানী প্রস্তুত করো। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)12 tahate ʃe tômadigoke aʃbabpottre ʃajano ekṭi uporer boṛo kuṭhori dækhaia dibe; ʃeikhane ʃob toiar korio.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তিনি তোমাদের ওপরতলায় একটি বড় সাজানো ঘর দেখিয়ে দেবেন, সেখানে তোমরা আয়োজন করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তাহাতে সে তোমাদিগকে সাজান একটী উপরের বড় কুঠরী দেখাইয়া দিবে; সেই স্থানে প্রস্তুত করিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 তখন সেই লোকটি তোমাদের ওপর তলার একটি বড় সাজানো ঘর দেখিয়ে দেবে। তোমরা সেখানেই আয়োজন করো।” অধ্যায় দেখুন |