লূক 20:5 - বাংলা সমকালীন সংস্করণ5 তারা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করে বলল, “যদি আমরা বলি, ‘স্বর্গ থেকে,’ ও জিজ্ঞাসা করবে, ‘তাহলে তোমরা তাকে বিশ্বাস করোনি কেন?’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তখন তারা পরস্পর তর্ক করলো, বললো, যদি বলি, বেহেশত থেকে, তা হলে সে বলবে, তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন? অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)5 tahara aponader moddhe poramorʃo koria bolilo, “jodi boli, ‘iʃʃor hoite,’ taha hoile ô bolibe, ‘tobe tômra tãhar kothay biʃʃaʃ koro nai kæno?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তাঁরা পরস্পরর আলোচনা করতে লাগলেন, যদি আমরা বলি, ঈশ্বরের কাছ থেকে —তাহলে ও বলবে, তবে কেন তোমরা তাঁক এবিশ্বাস করনি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তখন তাহারা পরস্পর তর্ক করিল, বলিল, যদি বলি, স্বর্গ হইতে, তাহা হইলে এ বলিবে, তোমরা তাঁহাকে বিশ্বাস কর নাই কেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তারা নিজেদের মধ্যে আলোচনা করল, “আমরা যদি বলি, ‘ঈশ্বরের কাছ থেকে,’ তাহলে ও বলবে ‘তাহলে তোমরা তাঁকে বিশ্বাস করো নি কেন?’ অধ্যায় দেখুন |