লূক 2:43 - বাংলা সমকালীন সংস্করণ43 পর্ব শেষে তাঁর বাবা-মা যখন ঘরে ফিরে আসছিলেন, কিশোর যীশু জেরুশালেমে রয়ে গেলেন, কিন্তু এ বিষয়ে তাঁরা কিছুই জানতে পারলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 এবং ঈদের সময় সমাপ্ত করে যখন ফিরে আসছিলেন, তখন বালক ঈসা জেরুশালেমে রয়ে গেলেন; আর তাঁর পিতা-মাতা তা জানতেন না, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)43 tar por, porber din koyṭa phuraile, jokhon tãhara phiria aʃitechilen, tokhon jiʃu‐cheleṭi jiruʃalemei thakia gælen; tãhar ma bap taha janiten na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 পর্ব শেষ হয়ে গেলে যখন তাঁরা ফিরে আসছেন, যীশু তখন থেকে গেলেন মন্দিরের মধ্যে। এ কথা তাঁর পিতামাতা জানতেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 এবং পর্ব্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যীশু যিরূশালেমে রহিলেন; আর তাঁহার পিতামাতা তাহা জানিতেন না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 পর্বের শেষে তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, তখন বালক যীশু জেরুশালেমেই রয়ে গেলেন, এবিষয়ে তাঁর মা-বাবা কিছুই জানতে পারলেন না। অধ্যায় দেখুন |