লূক 19:46 - বাংলা সমকালীন সংস্করণ46 তিনি তাদের বললেন, “এরকম লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনার গৃহ,’ কিন্তু তোমরা একে দস্যুদের গহ্বরে পরিণত করেছ।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 তাদেরকে বললেন, লেখা আছে, “আমার গৃহ মুনাজাতের গৃহ হবে,” কিন্তু তোমরা তা “দস্যুদের গহ্বর” করে তুলেছ।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)46 bolilen, “ʃastre to lekha ache, ‘amar ghor prarthonar ghor hoibe,’ kintu tômra ihake ḍakaiter aḍḍa koria tuliacho.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 শাস্ত্রে লেখা আছে, ‘আমার ভবন হবে প্রার্থনাভবন, কিন্তু তোমরা একে করে তুলেছ দস্যুর আস্তানা।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 তাহাদিগকে কহিলেন, লেখা আছে, “আমার গৃহ প্রার্থনা-গৃহ হইবে,” কিন্তু তোমরা ইহা “দস্যুগণের গহ্বর” করিয়া তুলিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 তিনি তাদের বললেন, “শাস্ত্রে লেখা আছে, ‘আমার গৃহ হবে প্রার্থনার গৃহ।’ কিন্তু তোমরা এটাকে ‘ডাকাতদের আড্ডাখানায়’ পরিণত করেছ।” অধ্যায় দেখুন |