লূক 17:23 - বাংলা সমকালীন সংস্করণ23 লোকেরা তোমাদের বলবে, ‘ওই যে, তিনি ওখানে’ অথবা ‘এখানে!’ তোমরা তাদের পিছনে ছুটে বেড়িয়ো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তখন লোকেরা তোমাদেরকে বলবে, দেখ ঐ স্থানে! দেখ, এই স্থানে! যেও না, তাদের পিছনে যেও না। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)23 tokhon lôke tômadigoke bolibe, ‘oi dækho,’ ‘ei dækho’; tômra apon apon jayga chaṛia jaio na, ki uhader poth dhorio na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 তখন লোকে তোমাদের বলবে, ‘এই যে এখানে ঐ যে ওখানে।’ তোমরা যেও না, অনুসরণ করো না ওদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তখন লোকেরা তোমাদিগকে বলিবে, দেখ, ঐ স্থানে! দেখ, এই স্থানে! যাইও না পশ্চাদগমন করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 লোকেরা তোমাদের বলবে, ‘দেখ, তা ওখানে! বা দেখ তা এখানে!’ তাদের কথা শুনে যেও না, বা তাদের পেছনে দৌড়িও না। অধ্যায় দেখুন |