লূক 15:28 - বাংলা সমকালীন সংস্করণ28 “বড়ো ছেলে খুব রেগে গেল ও ভিতরে প্রবেশ করতে রাজি হল না। তাই তার বাবা বাইরে গিয়ে তাকে অনুনয়-বিনয় করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তাতে সে ক্রুদ্ধ হয়ে উঠলো, ভিতরে যেতে চাইল না; তখন তার পিতা সাধ্য সাধনা করতে লাগলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)28 tahate tahar rag hoilo, ʃe bhitore jaite cahilo na; tar por tahar bap bahire aʃia tahake onek koria bujhaite lagilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 এ কথা শুনে সে খুব রেগে গেল, বাড়ির ভিতর যেতে চাইল না। তার বাবা এসে তাকে অনেক সাধাসাধি করলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তাহাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাহিল না; তখন তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্যসাধনা করিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 “এই শুনে বড় ছেলে খুব রেগে গেল, সে বাড়ির ভেতরে যেতে চাইল না। তখন তার বাবা বেরিয়ে এসে তাকে সান্ত্বনা দিলেন। অধ্যায় দেখুন |
দাউদের বড়ো দাদা ইলীয়াব যখন তাঁকে লোকদের সঙ্গে কথাবার্তা বলতে শুনেছিলেন, তখন তিনি তাঁর প্রতি রাগে অগ্নিশর্মা হয়ে জিজ্ঞাসা করলেন, “তুই কেন এখানে নেমে এসেছিস? কার কাছেই বা তুই মরুপ্রান্তরে সেই অল্প কয়েকটি মেষ ছেড়ে এসেছিস? আমি জানি তুই কত দাম্ভিক আর তোর মন কত দুষ্টুমিতে ভরা; তুই শুধু যুদ্ধ দেখতে এসেছিস।”