লূক 15:18 - বাংলা সমকালীন সংস্করণ18 আমি বাড়ি ফিরে আমার বাবার কাছে যাব; তাঁকে বলব, “বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমি উঠে আমার পিতার কাছে যাব, তাঁকে বলবো, আব্বা, বেহেশতের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি গুনাহ্ করেছি; অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)18 jai na uṭhia, baper kache jai; tãhake gia boli, “baba! ami iʃʃorer kache ar tômar driʃṭite mohapap koriachi, ami ar æmon jôggo noi je, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আমি বাবার কাছে ফিরে যাব, গিয়এ তাঁকে বলব, ‘বাবা, আমি ঈশ্বরের কাছে এবং আপনার কাছে পাপ করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাঁহাকে বলিব, পিতঃ, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 আমি উঠে আমার বাবার কাছে যাব, তাকে বলব, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে অন্যায় পাপ করেছি। অধ্যায় দেখুন |