লূক 14:5 - বাংলা সমকালীন সংস্করণ5 তারপর তিনি তাদের প্রশ্ন করলেন, “তোমাদের কারও ছেলে বা বলদ যদি বিশ্রামদিনে কুয়োতে পড়ে যায়, তোমরা কি তখনই তাকে তুলবে না?” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর তিনি তাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে, যার সন্তান কিংবা বলদ কূপে পড়লে সে বিশ্রামবারে তৎক্ষণাৎ তাকে তুলবে না? অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)5 diai tini tahadigoke bolilen, “tômader moddhe æmon ke ache je, tahar gadha ba gôru kuate poṛia gele, ʃe, bissrambar hoileô, tokhoni ʃeṭake na ṭania tulibe?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তারপর যীশু বললেন, তোমাদের মধ্যে কারও গাধা বা বলদ যদি সাব্বাথ দিনে কুয়োতে পড়ে যায়, তাহলে সেদিন সাব্বাথ হলেও তোমরা কি তাকে সঙ্গে সঙ্গে তুলে আনবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে কে আছে, যাহার সন্তান কিম্বা বলদ কূপে পড়িলে সে বিশ্রামবারে তৎক্ষণাৎ তাহাকে তুলিবে না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 এরপর তিনি তাদের দিকে লক্ষ্য করে বললেন, “তোমাদের মধ্যে কারোর সন্তান বা গরু যদি বিশ্রামবারে কুয়োয় পড়ে যায় তাহলে তোমরা কি সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে টেনে তুলবে না?” অধ্যায় দেখুন |