লূক 13:27 - বাংলা সমকালীন সংস্করণ27 “কিন্তু তিনি উত্তর দেবেন, ‘তোমরা কে বা কোথা থেকে এসেছ, আমি জানি না। হে অন্যায়কারীরা, আমার কাছ থেকে তোমরা দূর হও!’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 কিন্তু তিনি বলবেন, তোমাদেরকে বলছি, আমি জানি না, তোমরা কোথাকার লোক; হে দুর্বৃত্তরা, আমার কাছ থেকে দূর হও। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)27 kintu tini boliben, ‘[ami tômadigoke bolitechi,] ami jani na tômra kôthakar lôk; joto ʃob duʃkormi lôk, amar nikoṭ hoite dur hoô.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 কিন্তু তিনি বলবেন, ‘আমি বলছি, আমি জানি না তোমরা কোথা থেকে দূর হও।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 কিন্তু তিনি বলিবেন, তোমাদিগকে বলিতেছি, আমি জানি না, তোমরা কোথাকার লোক; হে অধর্ম্মাচারী সকলে, আমার নিকট হইতে দূর হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 তখন তিনি তোমাদের বলবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ, আমি জানি না। তোমরা সব দুষ্টের দল, আমার কাছ থেকে দূর হও।’ অধ্যায় দেখুন |